শনিবার , সেপ্টেম্বর ২৮ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু: উপজেলা ছাত্রলীগ

বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু: উপজেলা ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
জাতীয় ও শোক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে নাটোরের গুরুদাসপুরে ১৫ই আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কুরআন খতম,শোকসভা,দোয়া ও মাদ্রাসায় পড়ুয়া হাফেজ ছাত্রদের মাঝে পবিত্র কুরআন শরীফসহ সম্মাননা পাগড়ী বিতরণ করা করেছেন উপজেলা ছাত্রলীগ।

গুরুদাসপুর পৌরসদরের চাঁচকৈড় নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ছাত্রলীগ কর্তৃক আয়োজিত শোকসভায় ছাত্রলীগ সভাপতি আতিয়ার রহমান বাধনের সভাপতিত্বে প্রধান অতিথি স্থানীয় সাংসদ অধ্যাপক আব্দুল কুদ্দুস বক্তব্য রাখেন। এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান আলাল শেখ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বিপ্লব।

বক্তরা এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীর বিভিন্ন দিক তুলে ধরেন। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু। যারা বঙ্গবন্ধুকে মনে প্রানে ভালবাসেন এবং বঙ্গবন্ধুর আদর্শকে বিশ্বাস করেন আসুন এদেশের উন্নয়নের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নকে পূরণ করি।

এসময় উপস্থিত ছিলেন, পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম করিম সবুজ আওয়ামী লীগ নেতা রুবেল, আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ ছাত্রলীগের নেতৃবৃন্দ।

পরে আগষ্ট মাসে শহীদ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত সকল শহীদ আওয়ামী লীগের নেতৃবৃন্দের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত শেষে মাদ্রাসায় পড়ুয়া ৪৫জন হাফেজ ছাত্রদের মাঝে প্রধান অতিথি নিজ হাতে পবিত্র কোরআন শরীফসহ সম্মাননা পাগড়ী বিতরণ করেন।

অনুষ্ঠানটির সঞ্চালনের দায়িত্বে ছিলেন,গুরুদাসপুর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শুভাশীষ কবির।

আরও দেখুন

নাটোরে সিংড়ায় সংখ্যালঘুদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: নাটোরে সিংড়ায় সংখ্যালঘু নারীকে ধর্ষণ, নির্যাতন চাঁদাবাজি বন্ধের প্রতিবাদে ও ধর্ষককে গ্রেফতারের দাবিতে …