নিজস্ব প্রতিবেদক, শেরপুর:
শেরপুরের ঝিনাইগাতীতে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে ২৩ আগস্ট রোববার রাতে স্থানীয় মিল মালিক ও খাদ্য ব্যবসায়ী সমিতির হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এ সভাতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়ক আবুল কালাম আজাদ, এতে প্রধান বক্তা ছিলেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের শেরপুর জেলা শাখার সহসভাপতি অধ্যাপক সারওয়ার জাহান তপন, বীর মুক্তিযুদ্ধা সাবেদ আলী মাস্টারের সভাপতিত্বে এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইগাতী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার শামসুল আলম ও বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের শেরপুর সদর উপজেলার সভাপতি শওকত হোসেন। আলোচনা শেষে আনুষ্ঠানিকভাবে প্রথম অধিবেশনের সমাপ্তি ঘোষণা করা হয়।
দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে বীর মুক্তিযুদ্ধা সাবেদ আলী মাস্টার কে সভাপতি ও শীষ মনোয়ারকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট্য বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের ঝিনাইগাতী উপজেলা শাখার কমিটি গঠন করা হয়। সভায় সঞ্চালনার দায়িত্ব পালন করেন মাসুদ হাসান।
আরও দেখুন
নাটোরের সকল এমপিদের গ্রেপ্তারের দাবি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের
নিজস্ব প্রতিবেদক,,,,,,,, সাম্য ও মানবিক দেশ বিনির্মাণে দিকনির্দেশনামূলক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক …