নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরের চরকাদহ কমিউনিটি ক্লিনিকের সৌন্দর্য্যবর্ধনে বৃক্ষরোপন ও দাতা আসাদুজ্জামানের নাম পরিবর্তন করে দাতারস্থলে মূল জমিদাতা মৃত মানিকউল্লা সরদারের নামকরণ করা হয়েছে।
সকালে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানেটারী ও স্বাস্থ্য বিভাগের পরিদর্শক মাধব কুমার ও আব্দুল রহিম এর উপস্থিতিতে চরকাদহ ক্লিনিকের দাতারস্থলে পূর্ব নাম পরিবর্তন করে মূল দাতার নামকরণ এবং ক্লিনিকের চারপাশ সৌন্দর্য্যবর্ধনে কৃষ্ণচূড়া গাছের চারাসহ বিভিন্ন ঔষধি গাছের চারা রোপন করা হয়।
এসময় মূল জমিদাতার নাতি রোভার স্কাউটের সদস্য রাসেলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আরও দেখুন
নাটোরে স্ত্রীর সামনে স্বামীকে মারধর ভিডিও ভাইরাল
নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রামে,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে এক স্বামীকে তার অন্তঃসত্ত্বা স্ত্রীর সামনে মারধরের একটি ভিডিও সামাজিক মাধ্যমে …