নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া
নাটোরের বাগাতিপাড়া উপজেলা চত্ত্বর এলাকায় পল্লী বিদ্যুৎ এর সাব জোনাল অফিস বহাল রাখার দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার দুপুরে মালঞ্চি বাজারের তিন রাস্তার মোড়ে এই কর্মসূচি পালন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন বাজার কমিটির সভাপতি হাবিবুর রহমান হাবু, ক্যাবের উপজেলা সেক্রটারী আরিফুল ইসলাম তপু, বাজার কমিটির সেক্রেটারী হেলাল উদ্দিন নাসির ও বাগাতিপাড়া ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ খলিলুর রহমানসহ অন্যরা।
এ সময় বক্তারা বলেন, প্রায় ৩০ বছর ধরে উপজেলা চত্ত্বরে পল্লী বিদ্যুতের এরিয়া অফিস রয়েছে। সম্প্রতি তা সাব জোনাল অফিস হিসাবে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ বিভাগ। কিন্তু একটি মহল তা স্থানান্তর করে উপজেলার তমালতলায় স্থানান্তরের চেষ্টা করছে। তবে গ্রাহকদের সুবিধা বিবেচনায় তা উপজেলা চত্ত্বরে রাখার দাবী করেন তারা।
পরে তারা মৌন মিছিল করে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা দেবী পালের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।