নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / বড়াইগ্রামে অবসরপ্রাপ্ত পুলিশের লাশ উদ্ধার

বড়াইগ্রামে অবসরপ্রাপ্ত পুলিশের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে জাবেদ আলী (৬৫) নামে এক অবসরপ্রাপ্ত পুলিশের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার গোপালপুর ইউনিয়নের গড়মাটি কুন্ডুরভাটা এলাকায় নাটোর-পাবনা মহাসড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত জাবেদ আলী মেহেরপুর জেলার ঝাউগাড়িয়া এলাকার মৃত কবির খানের ছেলে।

নিহতের ছেলে শরিফ হাসান জানান, তার বাবা একজন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য। বর্তমানে ব্যক্তিগত দুটি ট্রাক কিনে তা দেখভাল করেন এবং বাড়ি থেকে ঢাকায় মালামাল পরিবহন করেন। বৃহস্পতিবার বিকেল পাঁচটায় তার বাবা জানিয়েছেন ঢাকা থেকে তিনি বাড়ি ফিরছেন। এরপর সন্ধা থেকে মোবাইল বন্ধ পাওয়া যায়।

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জাহিদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশের শরীরের কোন আঘাতের চিহ্ন পাওয়া যায় নাই তবে কান দিয়ে রক্ত পড়তে ছিল। ময়না তদন্তের প্রতিবেদন পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।

আরও দেখুন

নাটোরের নলডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত -২, আহত ৩

নাটোর প্রতিনিধি নাটোরের নলডাঙ্গা সড়ক দুর্ঘটনায় খলিলুর রহমান নামের একজন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা এবং মুক্তাদির …