রবিবার , সেপ্টেম্বর ২৯ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / বাগাতিপাড়ায় অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

বাগাতিপাড়ায় অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়ায় ভোক্তা অধিকার আইনে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার আইনের ২০০৯ এর বিভিন্ন ধারা লংঘনের অপরাধে ওই তিন প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামসুল আলম এর নেতৃত্বে উপজেলার জামনগর বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৮ ধারায় সরকার এন্টারপ্রাইজের মালিক সাইফুল ইসলামকে এক হাজার টাকা এবং একই বাজারে একই ধারায় বক্কার স্টোর কে তিন হাজার টাকা ও তমালতলা বাজারে লক্ষী ভান্ডারে মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির অপরাধে ৫১ ধারায় চার হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামসুল আলম জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। এ সময় থানার এসআই মোস্তফাসহ ক্যাব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

নাটোরে সিংড়ায় সংখ্যালঘুদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: নাটোরে সিংড়ায় সংখ্যালঘু নারীকে ধর্ষণ, নির্যাতন চাঁদাবাজি বন্ধের প্রতিবাদে ও ধর্ষককে গ্রেফতারের দাবিতে …