শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / গদাই নদী থেকে সৌতির বাঁধ অপসারণ

গদাই নদী থেকে সৌতির বাঁধ অপসারণ

বিশেষ প্রতিবেদক:
নাটোরের ছাতনী ইউনিয়নের তেলকুপি এলাকায় গদাই নদী থেকে দুইটি সৌতির বাঁধ অপসারণ করা হয়েছে। আজ রবিবারে সহকারী কমিশনার (ভূমি) আবু হাসান ছাতনী ইউনিয়নে এই দুইটি শুতির বাঁধ অপসারণ করেন।

তিনি জানান ছাতনী ইউনিয়নের তেলকুপি এলাকায় আব্দুর রহমান ও করিম নামে স্থানীয় দুইজন ব্যক্তি মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অমান্য করে সৌতির বাঁধ তৈরি করেন। এতে পানি প্রবাহ এবং মাছের প্রাকৃতিক প্রবাহ ও প্রজনন বাধাগ্রস্ত হচ্ছিল। এছাড়াও উজানের দিকে পানি দ্বারা ফসল প্লাবিত হয়েছিল।
তিনি আরো জানান প্রাকৃতিক জলাধার মৎস্য উৎপাদন ও বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইন মেনে মৎস্য শিকার করা সকলের কর্তব্য।

এ ঘটনায় উল্লেখিত ব্যক্তিগণ পলাতক থাকায় তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া যায়নি। উল্লেখ্য প্রচারিত সংবাদের ভিত্তিতে সরেজমিনে উপস্থিত হয়ে সহকারী কমিশনার (ভূমি) আবু হাসান বাঁধ গুলো অপসারণ করেন।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …