নিজস্ব প্রতিবেদক:
নাটোরে জেলা জজ আদালত ও আইনজীবি সমিতির যৌথ আয়োজনে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। শনিবার সকাল ১০ টার দিকে জেলা জর্জ কোর্ট প্রাঙ্গণে এই দিবসটির আনুষ্ঠানিকতা পালন করা হয়।
এ সময় কালো ব্যাজ ধারণ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
এই কর্মসূচীতে সভাপতিত্ব করেন, সিনিয়র জেলা ও দায়রা জজ আব্দুর রহমান সরদার।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপাস্থিত ছিলেন, অতিরিক্ত ও জেলা দায়রা জজ সাইফুজ্জামান সিদ্দিকী, জেলা আইনজীবী সমিতির সভাপতি প্রসাদ তালুকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মালেক শেখ, জেলা জজ কোর্টের পিপি এ্যাডভোকেট সিরাজুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৫তম শাহাদাৎ বাষির্কী ও জাতীয় শোক দিবস-২০২০ উপলক্ষ্য এই কর্মসূচীর আয়োজন করা হয়।
আরও দেখুন
নাটোরে হিন্দু জাগরণ মঞ্চের বিক্ষোভ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,হিন্দু জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় প্রভুকে গ্রেপ্তারের প্রতিবাদে নাটোরে বিক্ষোভ সমাবেশ করেছে হিন্দু …