মাহমুদুল হাসান মুক্তা, নলডাঙ্গা:
নাটোর জেলার নলডাঙ্গা উপজেলায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ আগস্ট বৃহস্পতিবার বেলা ১০ ঘটিকার দিকে নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস শুকুর এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মুকু, নলডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলাম পিয়াস, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, ০১ নং ব্রহ্মপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান মিঠু, ০৪ নং পিপরুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, জেলা পরিষদ সদস্য রঈস উদ্দিন রুবেল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন নকুল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নয়ন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, করোনা ভাইরাসের কারণে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে বঙ্গবন্ধু পরিবারের জন্য দোয়া, প্রার্থনা ও মিলাদ মাহফিলের আয়োজন করার মাধ্যমে দিবসটি পালন করা হবে।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …