রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / এডভোকেট ইউসুফ আলীর জীবনাবসান

এডভোকেট ইউসুফ আলীর জীবনাবসান

নিজস্ব প্রতিবেদক:
নাটোর জেলা আওয়ামী আইনজীবী পরিষদের সাবেক সভাপতি, লালপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, নাটোর জেলা সিনিয়র সিটিজেন এসোসিয়েশন এর ভারপ্রাপ্ত সভাপতি, বিশিষ্ট আইনজীবী এডভোকেট ইউসুফ আলীর জীবনাবসান ঘটেছে। আজ সোমবার সকাল ৭টার দিকে নাটোর পৌরসভার ৬নং ওয়ার্ড-আলাইপুর ধোপাপাড়াস্থ নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন ধরে পিত্তথলীতে পাথর ও ডায়াবেটিসজনিত রোগে ভুগলেও অল্প অল্প হাঁটাচলা করতে পারতেন তিনি। তিনি অত্যন্ত নম্র ভদ্র ও সজ্জন ব্যক্তি ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।

এডভোকেট ইউসুফ আলীর মৃত্যুতে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে এবং ধোপাপাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বেলা ১১টায় কোর্ট মসজিদ প্রাঙ্গনে মরহুমের জানাযার নামাজ বিজ্ঞ জেলা ও দায়রা জজ এর এজলাস কক্ষে ফুলকোর্ট রেভারেন্স শেষে তাঁর মরদেহ রওনা হয় লালপুরের উদ্দেশ্যে। লালপুরের গোপালপুরের নিজ গ্রামে দ্বিতীয় জানাজা শেষে বাদ আসর নাটোরের নীচাবাজার জামে মসজিদ প্রাঙ্গনে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মরহুমের পরিবারের সদস্যরা। এরপর প্রয়াত ইউসুফ আলীর মরদেহ নাটোরের গাড়ীখানা কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হবে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …