শুক্রবার , নভেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জাতীয় / ট্রাফিক আইন লঙ্ঘনে জরিমানা ২৯ লাখ

ট্রাফিক আইন লঙ্ঘনে জরিমানা ২৯ লাখ

রাজধানীর বিভিন্ন সড়কে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২৮ লাখ ৯৪ হাজার ৯৫০ টাকা জরিমানা ও ৬ হাজার ৪৯০টি মামলা করা হয়েছে। অভিযানে ডাম্পিংয়ে পাঠানো হয় ৩১টি গাড়ি ও রেকার করা হয় ৯০২টি গাড়ি। 
শনিবার (৩ অগাস্ট) দিনভর ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ এই অভিযান চালায়।

ট্রাফিক সূত্র জানায়, উল্লেখযোগ্য মামলার মধ্যে রয়েছে হাইড্রোলিক হর্ন ব্যবহার করার দায়ে ১০০টি, হুটার ও বিকনলাইট ব্যবহার করার জন্য ৫টি মামলা। এছাড়া, উল্টোপথে গাড়ি চালানোর অপরাধে ১ হাজার ১৫১টি ও মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ৯টি গাড়ির বিরুদ্ধে মামলা হয়েছে।

অপরদিকে, ট্রাফিক আইন না মানার কারণে ২ হাজার ১৮৪টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও ১৮২টি মোটরসাইকেল আটক করা হয়। সেই সঙ্গে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে চালকের বিরুদ্ধে ৬টি ভিডিও মামলা করা হয়।

আরও দেখুন

পিরোজপুরে মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে দিনব্যাপীপ্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:  ১৩ জুলাই ২০২৪, শনিবার, ঢাকা: মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে পিরোজপুরের …