নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / মাননীয় প্রধানমন্ত্রীর চিকিৎসা সহায়তার চেক বিতরণ

মাননীয় প্রধানমন্ত্রীর চিকিৎসা সহায়তার চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে উপজেলা সমাজসেবা অধিদদপ্তর আয়োজনে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ২৩ জন গরীব অসহায় মানুষকে তাদের চিকিৎসা সহায়তায় ১১ লক্ষ ৫০ হাজার টাকার মাননীয় প্রধানমন্ত্রীর চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

গত রবিবার সকালে উপজেলা নির্বাহী অফিস কক্ষে নির্বাহী অফিসার তমাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি স্থানীয় সাংসদ অধ্যাপক আব্দুল কুদ্দুস নিজ হাতে ওই চিকিৎসার সহয়তার চেক তুলে দেন। চিকিৎসা সহায়তায় ক্যান্সার আক্রান্ত ১৪জন, কিডনি রোগে আক্রান্ত ২জন, লিভার সিরোসিস আক্রান্ত ২জন, স্ট্রোকে প্যারালাইজড আক্রান্ত ৩জন, জন্মগত হৃদরোগ আক্রান্ত ২জন এই মোট ২৩ জন রোগীর প্রত্যেককে চিকিৎসা সহায়তায় হিসেবে ৫০হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।

এসময় সংসদ সদস্য আব্দুল কুদ্দুস বলেন, আ’লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই গরীব অসহায় মানুষের দুর্ভোগ কমেছে। মানুষের বাড়ি বাড়ি সেবা পৌছে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রমে বঙ্গবন্ধুর সোনার বাংলায় কেউ না খেয়ে থাকবে না এবং কেউ বিনা চিকিৎসায় মারা যাবে না। নাটোর জেলার মধ্যে গুরুদাসপুর উপজেলায় সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে।

এসময় উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলামসহ আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

লালপুরে গমের নাড়া পোড়ানোর আগুনে লিচু বাগান

পুড়ে ছাই নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের লালপুরে গমের জমির নাড়া পোড়ানোর আগুনে পাশের বাগানের লিচু, আম,মেহগণিসহ …