মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জাতীয় / বখশিস না দেয়ায় শিশুর অক্সিজেন মাস্ক খুলে হত্যার অভিযোগ

বখশিস না দেয়ায় শিশুর অক্সিজেন মাস্ক খুলে হত্যার অভিযোগ


নার্সদের বখশিস না দেয়ায়, খুলে নেয়া হয় এক মাস বয়সী শিশুর অক্সিজেন মাস্ক

নিউজ ডেস্ক:
নার্সদের বখশিস না দেয়ায়, খুলে নেয়া হয় এক মাস বয়সী শিশুর অক্সিজেন মাস্ক। গাইবান্ধা জেনারেল হাসপাতালে এক শিশুর মৃত্যুর পর এমন অভিযোগ করেছে শিশুর স্বজনেরা।

শিশুটির বাবা রামচন্দ্রপুর গ্রামের মোশারফ হোসেন জানান, আজ শনিবার দুপুরে অসুস্থ শিশুটিকে হাসপাতালে ভর্তির পর অক্সিজেন দেয়া হয়। এ সময় কর্তব্যরত নার্স ও আয়ারা শিশুটির বাবার কাছে বকশিস চান।

শিশুটির বাবার অভিযোগ, বখশিস না দিয়ে নামাজ পড়তে চলে যান তিনি। ফিরে এসে দেখেন শিশুটির অক্সিজেন খুলে রাখা এবং মারা গেছে শিশুটি।

মোশারফ হোসেনের আরো অভিযোগ করেন, বখশিস না দেয়ার তার সন্তানের অক্সিজেন মাস্ক খুলে ফেলে নার্সরা।

তবে, হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করে বলেছে, শিশুটিকে গুরুতর অবস্থায় রংপুর থেকে ফেরত আনা হয়। অবস্থা সংকটাপন্ন হওয়াতেই মারা গেছে শিশুটি। 

সূত্র: ডিবিসি নিউজ

আরও দেখুন

অবিলম্বে সব মামলা প্রত্যাহার করে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে-দুলু

নিজস্ব প্রতিবেদক:বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, অবিলম্বে …