রবিবার , অক্টোবর ৬ ২০২৪
নীড় পাতা / আন্তর্জাতিক / ভারতের কেরালায় ১৯১ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত

ভারতের কেরালায় ১৯১ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত


ভারতের কেরালার কোঝিকোড় বিমানবন্দরে রানওয়ে থেকে ছিটকে পড়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমান বিধ্বস্ত

নিউজ ডেস্ক:
ভারতের কেরালার কোঝিকোড় বিমানবন্দরে রানওয়ে থেকে ছিটকে পড়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমান বিধ্বস্তহয়ে পাইলটসহ ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন।

শুক্রবার (৭ আগস্ট) স্থানীয় সময় রাত ৭টা ৪০ মিনিটে এই ঘটনা ঘটে। বিভিন্ন সূত্রে জানা যায়, দুবাই থেকে কোঝিকোড়ে ফেরার সময় ভারি বৃষ্টির মধ্যে অবতরণ করার সময় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরে বোয়িং-৭৩৭ বিমানটি দুইভাগে বিভক্ত হয়ে যায়। হতাহতের সংখ্যা বাড়ার আশংকা করা হচ্ছে।

বিমানটিতে ১৭৪ জন আরোহী, ১০ শিশু, ২ জন পাইলট এবং ৫ জন কেবিন ক্রু ছিলেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্র: ডিবিসি নিউজ

আরও দেখুন

নানা কর্মসূচীর মধ্যদিয়ে বড়াইগ্রামে বিশ্ব শিক্ষক দিবস পালিত 

  নিজস্ব প্রতিবেদক: শিক্ষকের কন্ঠস্বর, শিক্ষায় একটি নতুন সামাজিক অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রামে …