শুক্রবার , এপ্রিল ১৮ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / বসতবাড়ীতে অগ্নিকান্ডে ৫ লক্ষাধিক টাকার মালামাল ভস্মিভূত!

বসতবাড়ীতে অগ্নিকান্ডে ৫ লক্ষাধিক টাকার মালামাল ভস্মিভূত!

নিজস্ব প্রতিবেদক, রাণীনগর:
নওগাঁর রাণীনগর উপজেলার গুয়াতা কুন্দশাইল গ্রামের সাজ্জাদ হোসেনের বাড়ীতে আগুনে ৫ লক্ষাধিক টাকার মালামাল ভস্মিভূত হয়েছে। বুধবার দুপুরে তার মাটির বাড়ীতে অগ্নিকান্ডের এঘটনা ঘটে।

বাড়ীর মালিক ওই গ্রামের রমজান আলীর ছেলে সাজ্জাদ হোসেন জানান, দুপুরে বাড়ির মধ্যে গ্যাসের চুল্লিতে ভাত রান্না করার পর আমরা সবাই পুকুরে মাছ ধরার কাজে চলে যাই। এ সময় বাড়ীর মধ্যে রান্না ঘর থেকে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। দেখতে পেয়ে গ্রামবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ১৫০সিসি একটি পালসার মোটরসাইকেল, টিভি, ফ্রিজ, পৌনে এক টন মাছের ফিড, আটা, ব্যান্ড, খৈলসহ অন্যান্য মালা মাল পুড়ে ভস্মিভূত হয়। এতে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

তিনি জানান, দু’দিন আগে খড়ি দিয়ে রান্না ঘরে ভাত পাক করা হয়েছিল। এরপর আজ বাড়ির মধ্যে অন্য রুমে গ্যাসের চুল্লিতে রান্না করা হয়েছে। ওই রান্না ঘর থেকে আগুন লাগার কোন সুযোগ নেই। কে বা কাহারা পূর্ব শত্রুতা বসত প্রাচীরের উপর দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে বলে ধারণা করছেন তিনি।

রাণীনগর উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার ফজলুর রহমান বলেন, খবর পেয়ে সাথে সাথে ছুটে গিয়েছিলাম। কিন্তু আমরা পৌছার আগেই গ্রামবাসী আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও দেখুন

পরীক্ষা কেন্দ্রে অভিভাবকদের জন্য বিশ্রাম,পানি ও খাবার স্যালাইনের ব্যবস্থা করলো ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, নাটোরের নলডাঙ্গায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে আসা অবিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার …