সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর শহরের বড়গাছা এলাকা থেকে টাইম বোমা সদৃশ বস্তু উদ্ধার

নাটোর শহরের বড়গাছা এলাকা থেকে টাইম বোমা সদৃশ বস্তু উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:
নাটোর শহরের বড়গাছা এলাকা থেকে টাইম বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে শহরের বড়গাছা মহল্লার মেসার্স গাজী ট্রেডার্স সামনে খালেদুজ্জামান এর বাড়ির গেটের পাশে থেকে এই বোমা সদৃশ বস্তু উদ্ধার করে পুলিশ।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, ৯৯৯ কল করে জনৈক এক ব্যক্তি জানিয়েছে যে বড়গাছা এলাকার কাজী ট্রেডার্সের পাশে খালেদুজ্জামান এর বাড়ির গেটের সামনে বোমাসদৃশ একটি বস্তু পড়ে আছে। এই বার্তা পেয়ে পুলিশ দ্রুত সেখানে গিয়ে বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করে নিয়ে আসে। পরে সেটি পরীক্ষা-নিরীক্ষা করে একটি খেলনা জিনিস বলে নিশ্চিত হওয়া গেছে।

তিনি আরো জানান, কেউ হয়তো পুলিশকে বিভ্রান্ত করে আতঙ্ক ছড়ানোর জন্য এটি ফেলে গেছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করবে। উল্লেখ্য আইএসআই বাংলাদেশে নাশকতা চালাতে পারে বলে হুঁশিয়ার করেছে।

আরও দেখুন

হিলিতে দাম কমেছে আলু পেঁয়াজের ।

নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,,,,,,,,,আমদানি বন্ধ থাকলেও দিনাজপুরের হিলি স্থলবন্দরে সপ্তাহ ব্যাবধানেআলুর দাম কেজিতে কমেছে ১৫ টাকা। …