রবিবার , নভেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / শিরোনাম / সংবাদ প্রকাশের পর প্রতিবন্ধী রাসেলের পাশে ইউপি চেয়ারম্যান

সংবাদ প্রকাশের পর প্রতিবন্ধী রাসেলের পাশে ইউপি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক:
উচ্চতায় ৪ ফুট এ মানুষটির ওজন ৫৮ কেজি তবুও দুরন্ত চলাফেরা, কথায় মধুর রস থাকায় সবারই প্রিয়। তবুও শত কষ্টের মধ্যেও পড়াশোনা চালিয়ে যাওয়া রাসেলের ৮ম শ্রেণিতে থামে অর্থ সংকটে। ভাগ্যের নির্মম পরিহাসে বাবা শফিউল ইসলাম নান্নু ২য় বিয়ে করায় পিতৃস্নেহ থেকেও বঞ্চিত হয়ে নিজে মাইকের প্রচার কাজ করে, প্রতিবন্ধী ভাতা ও মানুযের সহযোগিতায় মা হাসিনা বেগমকে সাথে নিয়ে সংসার চালিয়ে যাচ্ছিল।

গত ডিসেম্বর থেকে দিন যতই অতিবাহিত হয় রাসেল ততই অসুস্থ হতে থাকে। বর্তমানে রাসেল চলাফেরা করতে পারছে না। আর তার এই দুরাবস্থা নিয়ে গত কয়েকদিন আগে বেশ কয়েকটি সংবাদমাধ্যমে সচিত্র সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে পড়ে উপজেলার ৫ নং বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্টু। পরে, প্রতিবন্ধী রাসেলের চিকিৎসার জন্য সহায়তার হাত বাড়িয়ে দেন তিনি।

বৃহস্পতিবার (২২ জুলাই) সন্ধ্যায় ইউপি চেয়ারম্যান ও হেল্প ফাউন্ডেশনের তপু গোপালপুর রাসেলের খোঁজ খবর নিতে তার মোহরকয়াস্থ বাড়িতে যান। এ সময় রাসেলের হাতে ৫ হাজার টাকা তুলে দিয়ে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। এসময় আবেগ আপ্লুত কন্ঠে রাসেল বিশ্বাস ইউপি চেয়ারম্যান, হেল্প ফাউন্ডেশন সহ স্থানীয় সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

আরও দেখুন

নাটোরে স্ত্রীর সামনে স্বামীকে মারধর ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রামে,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে এক স্বামীকে তার অন্তঃসত্ত্বা স্ত্রীর সামনে মারধরের একটি ভিডিও সামাজিক মাধ্যমে …