সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও খাদ্য সহায়তা বিতরণ করেন পুলিশ সুপার

বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও খাদ্য সহায়তা বিতরণ করেন পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়ায় বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও বন্যার্তদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন পুলিশ সুপার লিটন কুমার সাহা। বৃহস্পতিবার দুপুরে উপজেলার তিনটি ইউনিয়নের বন্যাকবলিত বিভিন্ন গ্রাম ঘুরে দেখেন তিনি। গত দুই দিনের ভারী বর্ষণের কারণে নাটোরে বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে।

বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং বন্যাদুর্গতদের অবস্থা সম্পর্কে খোঁজখবর নেয়ার জন্য আজ নৌকাযোগে সিংড়া উপজেলার কলম ও চামারী ইউনিয়ন এর বিভিন্ন স্থান পরিদর্শন করেন পুলিশ সুপার লিটন কুমার সাহা পিপিএম (বার)। এ সময় তিনি বন্যার্ত ১০০টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন।

পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান প্রতিটি প্রাকৃতিক দুর্যোগে পুলিশ বাহিনী আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার পাশাপাশি মানবতার সেবায় এগিয়ে এসেছে। তাদের নিজেদের রেশন থেকে এমনকি বেতন থেকেও অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করে আসছে। এখনো গর্বিত পুলিশ বাহিনী বন্যার্ত মানুষের সহায়তায় তাদের পাশে থাকবে।

আরও দেখুন

হিলিতে দাম কমেছে আলু পেঁয়াজের ।

নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,,,,,,,,,আমদানি বন্ধ থাকলেও দিনাজপুরের হিলি স্থলবন্দরে সপ্তাহ ব্যাবধানেআলুর দাম কেজিতে কমেছে ১৫ টাকা। …