রবিবার , অক্টোবর ৬ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / বগুড়ার নন্দীগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ২ জন গ্রেপ্তার

বগুড়ার নন্দীগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ২ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
বগুড়ার নন্দীগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ২ জন গ্রেপ্তার হয়েছে। জানা গেছে, ২৩ জুলাই ভোরে নন্দীগ্রাম মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ সংলগ্ন স্থানে কতিপয় ডাকাত ডাকাতির প্রস্তুতি গ্রহণ করে। এ বিষয়টি গোপনে নন্দীগ্রাম থানা পুলিশ জানতে পারে। এরপর থানার এসআই চাঁন মিয়া ও এএসআই আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ফোকপাল গ্রামের আবু জাফরের ছেলে ইউনুস আলী (৩৩), শফিকুল ইসলাম (২৮) কে একটি চাইনিজ কুড়াল ও একটি হাসুয়াসহ গ্রেপ্তার করতে সক্ষম হয়।

সে সময় অন্যরা পালিয়ে গেছে। এদের বিরুদ্ধে থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ শওকত কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, তারা অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত রয়েছে। তাদের বিরুদ্ধে থানায় ডাকাতির প্রস্ততি ও অস্ত্র আইনে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়।

আরও দেখুন

নানা কর্মসূচীর মধ্যদিয়ে বড়াইগ্রামে বিশ্ব শিক্ষক দিবস পালিত 

  নিজস্ব প্রতিবেদক: শিক্ষকের কন্ঠস্বর, শিক্ষায় একটি নতুন সামাজিক অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রামে …