শুক্রবার , নভেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার করোনায় আক্রান্ত

নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার করোনায় আক্রান্ত


নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার করোনায় আক্রান্ত হয়েছে। এনিয়ে নন্দীগ্রাম উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ জনে। এপর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়ায় ২ জনে।

২১ জুলাই সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার নিজেই তার করোনা পজিটিভের বিষয়টি নিশ্চিত করেছেন। উপজেলা নির্বাহী অফিসার তার সরকারি বাসভবনে আইসোলেশনে রয়েছেন। তার বাসায় স্বামী ও ২ শিশু সন্তানসহ গৃহকর্মী রয়েছে। তারা সবাই সুস্থ্য আছে। সরকারি নির্দেশনা অনুযায়ী উপজেলাবাসীদের সুরক্ষার জন্য অবিরাম লড়েছেন তিনি। উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার জানান, আমার করোনা পজেটিভ এসেছে। তবে তেমন কোন উপসর্গ নেই। শুধু জ্বর ও হালকা কাশি রয়েছে। ২০ জুলাই আমি আমার নমুনা পরীক্ষা করতে দিয়েছিলাম।

আরও দেখুন

নাটোরের সকল এমপিদের গ্রেপ্তারের দাবি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের

নিজস্ব প্রতিবেদক,,,,,,,, সাম্য ও মানবিক দেশ বিনির্মাণে দিকনির্দেশনামূলক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক …