মঙ্গলবার , এপ্রিল ১৫ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

নলডাঙ্গায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

বিশেষ প্রতিবেদক:
নাটোরের নলডাঙ্গায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। “শেখ হাসিনার আহ্বান, তিনটি করে গাছ লাগান” এই প্রতিপাদ্য নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী বৃক্ষের চারা রোপন কর্মসূচির শুভ উদ্বোধন করেন নাটোর-নওগাঁ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রত্না আহমেদ। মঙ্গলবার বেলা এগারোটার দিকে উপজেলার ব্রহ্মপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান বাবুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে প্রধান অতিথি রত্না আহমেদ এমপি ফলজ বনজ এবং ঔষধ বৃক্ষের তিনটি চারা রোপন করে এই বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন।

এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সাংসদ রত্না বলেন, বাংলাদেশের উত্তরাঞ্চল প্রাকৃতিক সম্পদ বনাঞ্চল ধ্বংস করায় প্রকৃতিও আমাদের ওপর প্রতিশোধ নিচ্ছে। তাই প্রকৃতি পরিবেশ ও দেশ বাঁচাতে অবশ্যই সবাইকে বৃক্ষরোপণ করতে হবে।

আরও দেখুন

নন্দীগ্রামে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *