নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরে ইয়াবা ট্যাবলেটসহ নয়ন আলী (২৬)ও সিয়াম ইসলাম সজল নামে ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। সোমবার দুপুর ২ টার উপজেলার গোপালপুর রেলগেট বাজার এলাকা থেকে ৪৮৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। আটক সজল বড়াইগ্রাম উপজেলার নটাবাড়িয়া গ্রামের তছলিম উদ্দিনের ছেলে এবং নয়ন লালপুর উপজেলার গৌরিপুর এলাকার আব্দুস সাত্তার ছেলে।
র্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার এএসপি রাজিবুল আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে রাবের একটি অপারেশন দল লালপুর উপজেলার গোপালপুর রেলগেট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। সেখানে ইয়াবা সংরক্ষণ ও বিক্রয়কালে সজল ও নয়নকে ৪৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জব্দকৃত ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নয়ন এবং সজলের বিরুদ্ধে মামলা দায়েরের পর লালপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও দেখুন
সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন
রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের নওগাঁর রাণীনগর …