সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জনদুর্ভোগ / নলডাঙ্গায় বন্যা কবলিত এলাকা পরিদর্শনে এমপি শিমুল

নলডাঙ্গায় বন্যা কবলিত এলাকা পরিদর্শনে এমপি শিমুল

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা:
নাটোরের নলডাঙ্গায় বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যান সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। রবিবার সকালে তিনি উপজেলার পিপরুল ইউনিয়নের পাটুল এলাকায় গিয়ে নৌকায় উঠেন। সেখান থেকে বিলযোয়ানী, পাটুল, আঁচড়াখালি, ভূষণগাছা, কালিগঞ্জের বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে সাধারণ মানুষের সাথে কথা বলেন।

নৌকায় ওঠার আগে সাংসদ শফিকুল ইসলাম শিমুল অনেকের মুখে মাস্ক না দেখে তার গাড়িতে রক্ষিত মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার জনগণের মাঝে বিতরণ করেন। সেই সঙ্গে তিনি সবাইকে সচেতন থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।

বন্যা কবলিত এলাকা পরিদর্শন শেষে সংসদ সদস্য শিমুল জানান, যে সকল এলাকায় মানুষ বন্যাকবলিত হয়েছেন তাদের সাহায্যার্থে সরকার সব সময় জনগণের পাশে থাকবে এবং তাদের প্রয়োজনে ত্রাণসামগ্রী তাদের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …