শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / নাটোরের বনপাড়া শহরে ছাত্রলীগের উদ্যোগে মুজিববর্ষ উপলক্ষে গাছের চারা রোপণ

নাটোরের বনপাড়া শহরে ছাত্রলীগের উদ্যোগে মুজিববর্ষ উপলক্ষে গাছের চারা রোপণ

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
‘মুজিব বর্ষের আহ্ববান, লাগাই গাছ বাড়াই বন’ এই প্রতিপাদ্যকে সাথে রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে সারাদেশে এক কোটি গাছের চারা রোপন কর্মসূচির অংশ হিসাবে নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌর এলাকায় গাছের চারা রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

রবিবার সকালে বনপাড়া শহর ছাত্রলীগের উদ্যোগে সেন্ট যোশেফস স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে গাছ রোপনের উদ্বোধন করেন পৌর মেয়র ও পৌর আ’লীগের সভাপতি কেএম জাকির হোসেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের শিক্ষা-মানব সম্পদ উন্নয়ন সম্পাদক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, যুগ্ন সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবলু, সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফাদার ড. শংকর ডমনিক গমেজ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সরদার, বনপাড়া শহর ছাত্রলীগের সভাপতি সাকিব সোনার, সাধারণ সম্পাদক আতিকুর রহমান পিয়াস, ঢাকা মহানগর দক্ষিন ছাত্রলীগের সহ-সভাপতি রাকিবুল হাসান রকিব, বনপাড়া কলেজ ছাত্রলীগের সভাপতি আতিয়ার মোল্লা, যুগ্ন-সাধারণ সম্পাদক কে এম নীড় প্রমূখ।

শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান পিয়াস জানান, পৌর শহরের সকল স্কুল, মাদ্রাসা ও কলেজ এবং সড়কের দুই পাশে খালি জায়গায় প্রথম পযায়ে এক হাজার গাছের চারা রোপন করা হবে।

আরও দেখুন

রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে  ১৫ভরি স্বর্ণের ও 

১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,  নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার  পথে পথ …