শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / বড়াইগ্রাম থেকে গরুভর্তি ট্রাক ছিনতাই

বড়াইগ্রাম থেকে গরুভর্তি ট্রাক ছিনতাই

নাটোর প্রতিবেদক,বড়াইগ্রামঃনাটোরের বড়াইগ্রাম থেকে ১৬টি গরু ভর্তি ট্রাক ছিনতাই করে নিয়ে পালিয়েছে অজ্ঞাত দূর্বৃত্তরা।শনিবার ভোরবার তিনটার দিকে উপজেলার লাথুরিয়া এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।পুলিশ সূত্রে জানা যায়, দিনাজপুরের ফুলবাড়ি হাট থেকে শুক্রবার বিকেলে ১৬টি বড় গরু কিনেন নোয়াখালীর বেগমগঞ্জ এলাকার ব্যবসায়ী সিরাজুল,স্বপন মিয়া,ইসমাইল হোসেন, জিয়াউর রহমান ও আমিনুল ইসলাম। তারা গরু কিনে ট্রাকে করে নোয়াখালী রওনা হন। ট্রাকটি রাত আড়াইটার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে বড়াইগ্রাম উপজেলার মহিষভাঙ্গা এলাকায় পাটোয়ারী পেট্রোল পাম্প থেকে তেল নেয়। এরপর এক কিলোমিটার যাওয়ার পর ট্রাকটি বিকল হয়ে পড়ে। সেসময় ট্রাক ড্রাইভার ও হেলপার গরু ব্যবসায়ীদের নেমে ট্রাকে পেছন থেকে ধাক্কা দিতে বলেন। কথামত তারা পাঁচজন ট্রাক থেকে নেমে ট্রাকের পিছনে ধাক্কা দিতে গেলে অজ্ঞাত ১০/১২ জন দূর্বৃত্ত এসে তাদের এলোপাথারী মারপিট শুরু করে। এসময় ড্রাইভার ট্রাকটি নিয়ে গরু ব্যবসায়ীদের ফেলে পালিয়ে যায়। পরে রাতের ডিউটিতে থাকা বড়াইগ্রাম থানার এসআই  সাইফুল ইসলাম পথে ৫জনকে পরে থাকতে দেখে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এরমধ্যে ব্যবসায়ী আমিনুল ছাড়া বাকী চারজনের অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলিপ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে অনুসন্ধান শুরু হয়েছে। মামলা প্রক্রিয়াধীন চলছে। ব্যবসায়ী আমিনুল ইসলাম পুলিশ হেফাজতে রয়েছে। তিনি বলেন, প্রাথমিক ভাবে মনে হচ্ছে ট্রাকের ড্রাইভার-হেলপার ঘটনার সাথে জড়িত রয়েছেন।

আরও দেখুন

রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে  ১৫ভরি স্বর্ণের ও 

১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,  নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার  পথে পথ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *