নিজস্ব প্রতিনিধি, লালপুর : লালপুর উপজেলার ২নং ইশ্বরদী ইউনিয়ন পরিষদের এক সদস্যকে গত ৩ বছর ধরে সম্মানি ভাতা ৩ বছর ও ৩ মাস ধরে সরকারি ভাতা ৩ মাস দেননি ইউপি চেয়ারম্যান।এর প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করেছেন ভুক্তভূগী ওই ইউপি সদস্য। অভিযোগ সূত্রে জানাযায়,লালপুর উপজেলার ২নং ইশ্বরদী ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ড সদস্য মজনুর মণ্ডলকে ইউনিযন পরিষদের সব উন্নয়নমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখেছেন ইউনিযন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম জয়। তাছাড়া বিগত ৩ বছরে ইউনিয়ন পরিষদ থেকে প্রাপ্য সম্মানি ও গত ৩ মাসের সরকারি ভাতাও দেয়া হয়নি। এ ব্যাপারে চেয়ারম্যান আমিনুল ইসলাম জয় বলেন এসব অভিযোগ মিথ্যা ভিত্তিহীন। লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মুল বানীন দ্যুতি অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আরও দেখুন
সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন
রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের নওগাঁর রাণীনগর …