সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নন্দীগ্রামে গরু চোরকে আটক করেছে জনতা

নন্দীগ্রামে গরু চোরকে আটক করেছে জনতা

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
বগুড়ার নন্দীগ্রামে গরু চোরকে আটক করেছে জনতা। জানা গেছে, গত ১৫ জুলাই নন্দীগ্রাম উপজেলার ৩নং ভাটরা ইউনিয়নের শেখের মাড়িয়া গ্রামের জামাত আলীর ছেলে সাজু মিয়া (২০) শেখের মাড়িয়া মাঠ থেকে ১টি গরু চুরি করে নিয়ে যাচ্ছিল। সে সময় স্থানীয় জনতা টেরপেয়ে তাকে হাতেনাতে আটক করার পর কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের নিকট সোপর্দ করে। এরপর তাকে নন্দীগ্রাম থানায় প্রেরণ করা হয়।

কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আজিজুর রহমান এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, স্থানীয় জনতা গরু চুরির অভিযোগে সাজু মিয়াকে আটক করে পুলিশের নিকট সোপর্দ করেছে। তাকে আমরা নন্দীগ্রাম থানায় প্রেরণ করেছি। এ বিষয়ে থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

১৬ জুলাই থানার অফিসার ইনচার্জ শওকত কবির বলেন, এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হবে। তারপর আসামীকে কোর্ট হাজতে প্রেরণ করবো। স্থানীয় সূত্রে জানা যায় ওই গ্রামে ইতোপূর্বে কয়েকটি চুরির ঘটনা ঘটেছে।

আরও দেখুন

সাড়ে ৪ মাস পর হিলিতে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে নিহত নাইমের লাশ কবর থেকে উত্তোলন

নিজস্ব প্রতিবেদক হিলি ,,,,,,,,,,,,,,,গত ৪ আগস্টে দিনাজপুরের হিলিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেনিহত নাইমের লাশ প্রায় …