নিজস্ব প্রতিবেদক, রাণীনগর:
নওগাঁর রাণীনগর থানাপুলিশ পৃথক অভিযান চালিয়ে গাঁজাসহ আব্দুস ছাত্তার (৬০) নামের এক বৃদ্ধ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এছাড়া মঙ্গলবার রাতে গাঁজাসহ পরিত্যাক্ত অবস্থায় একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় থানায় পৃথক পৃথকভাবে মামলা দায়ের করা হয়েছে।
রাণীনগর থানার ওসি জহুরুল হক জানান, মঙ্গলবার দিনগত রাত অনুমান ১১টা নাগাদ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার একডালা ইউনিয়নের রাজাপুর গ্রামে অভিযান চালিয়ে ৩২ গ্রাম গাঁজাসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এছাড়া একই দিন বিকেলে উপজেলার সরকাটিয়া এলাকা থেকে আব্দুস ছাত্তার (৬০) নামের এক মাদক ব্যবসায়ীকে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। আটক ছাত্তার উপজেলার বানিয়া পাড়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। এঘটনায় পৃথক ভাবে মামলা দায়ের করে আটক ছাত্তারকে বুধবার সকালে আদারতে প্রেরণ করা হয়েছে।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …