সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের সিংড়ায় অবৈধ সোঁতি জাল উচ্ছেদ

নাটোরের সিংড়ায় অবৈধ সোঁতি জাল উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়ায় বিভিন্ন নদী ও বিলের পানির অভিমুখে বাধা সৃষ্টিকারী অবৈধভাবে স্থাপন করা সোঁতি জাল অপসারণ করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার সিংড়া উপজেলায় সকাল থেকে বিকাল পর্যন্ত ভুলবাড়িয়া, সাদনগর, বোড়িয়া সেতুর নিচে সহ মোট ৯ টি স্থানে অবৈধ বাঁধ অপসারণপূর্বক সোঁতি জাল জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান। তার নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে এসময় একজনকে নদীর প্রবাহ বন্ধ করে বাঁধ নির্মাণ করার দায়ে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া প্রায় ১০ হাজার টাকা মূল্যমানের বাঁশ জব্দ করা হয় এবং প্রায় ৫০ হাজার টাকা মূল্যমানের জাল বিনষ্ট করা হয়।

উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার ওয়ালিল্লাহ মোল্লা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ প্রায় ৩০ জন অংশগ্রহণ করেন।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …