সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বন্যা কবলিত এলাকায় ডিসি, ইউএনও এবং ইউপি চেয়ারম্যান

বন্যা কবলিত এলাকায় ডিসি, ইউএনও এবং ইউপি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়া উপজেলার বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যান জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ। মঙ্গলবার (১৪ই জুলাই) বিকেলে সিংড়া উপজেলার বন্যা কবলিত এলাকা ডাহিয়া ও চামারী ইউনিয়নের কয়েকটি গ্রাম পরিদর্শন করেন তিনি। ইঞ্জিন চালিত নৌকায় করে বন্যা উপদ্রুত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন।

এসময় তার সঙ্গে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু। এসময় তিনি বন্যার্ত এলাকার লোকজনকে আর্থিক সহযোগিতা করেন। এসময় আরো উপস্থিত ছিলেন চামারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চামারী ইউপি চেয়ারম্যান রশিদুল ইসলাম মৃধা।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …