সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর পৌরসভায় খাদ্য সহায়তা অব্যাহত রেখেছেন মেয়র জলি

নাটোর পৌরসভায় খাদ্য সহায়তা অব্যাহত রেখেছেন মেয়র জলি

নিজস্ব প্রতিবেদক:
নাটোর পৌরসভায় খাদ্য সহায়তা অব্যাহত রেখেছেন মেয়র উমা চৌধুরী জলি। মঙ্গলবার সকালে তার বাসভবনের সামনে নিজ কার্যালয়ে এই খাদ্য উপহার বিতরণ করেন তিনি।

এই খাদ্য উপহার বিতরণ কালে মেয়র জানান, করোনা প্রাদুর্ভাব মোকাবেলায় প্রতিদিনের ন্যায় আজকেও নাটোর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের অসহায়, অসচ্ছল ব্যক্তিদের মাঝে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার খাদ্য উপহার তুলে দিলাম।
তিনি আরো জানান পৌরসভায় অধীনে অসচ্ছল মানুষের মাঝে সামাজিক নিরাপত্তা আওতায় ওএমএসের কার্ড বিতরণ করা হয়েছে। সেই কার্ডের বিনিময় তারা ১০টাকা কেজি চাল কেনার সুবিধা পাচ্ছেন। এছাড়াও নির্ধারিত বিনামূল্যে খাদ্য সহায়তা বিতরণ করা হচ্ছে।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …