সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / সাব-রেজিস্ট্রার অফিসে আবারো বহিরাগতদের প্রবেশের ঘটনায় টানটান উত্তেজনা

সাব-রেজিস্ট্রার অফিসে আবারো বহিরাগতদের প্রবেশের ঘটনায় টানটান উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
বগুড়ার নন্দীগ্রাম সাব-রেজিস্ট্রার অফিসে আবারো বহিরাগতদের প্রবেশ করার ঘটনায় টানটান উত্তেজনা সৃষ্টি হয়। পরে থানা পুলিশের হস্তক্ষেপে পরিবেশ স্বাভাবিক হয়েছে।

জানা গেছে, ১৪ জুলাই দুপুর ১২ টায় নন্দীগ্রাম দলিল লেখক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম কতিপয় বহিরাগতদের নিয়ে নন্দীগ্রাম সাব-রেজিস্ট্রার অফিস চত্বরে প্রবেশ করে। এদিকে দলীয় নেতাকর্মীরাও সেখানে অবস্থান নেয়। এতে কিছুটা টানটান উত্তেজনা দেখা দেয়। এ বিষয়টি নন্দীগ্রাম থানা পুলিশ জানতে পারে। এরপর থানার অফিসার ইনচার্জ শওকত কবিরের নির্দেশে এসআই আব্দুর রহিম সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে গিয়ে বহিরাগতদের সাব-রেজিস্ট্রার অফিস চত্বর থেকে বের করে দেয়। এতে পরিবেশ এতে পরিবেশ স্বাভাবিক হয়।

এরপূর্বে ১৩ জুলাই বহিরাগতরা নন্দীগ্রাম সাব-রেজিস্ট্রার অফিস চত্বরে নন্দীগ্রাম দলিল লেখক সমিতির অফিসে প্রবেশ করে। এ ঘটনায় সাব-রেজিস্ট্রার অফিসে দলিল রেজিষ্ট্রি কার্যক্রমে বিঘ্ন ঘটে।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ শওকত কবিরের সাথে কথা বললে তিনি বলেন, বিষয়টি জানতে পেরে সেখানে পুলিশ প্রেরণ করেছি। এখন স্বাভাবিক অবস্থা রয়েছে। বিষয়টি আমি গুরুত্বের সাথে দেখছি।

এ ঘটনায় নন্দীগ্রাম দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক সাঈদ রায়হান মানিক তীব্র নিন্দা জানিয়েছে।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …