রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / পূর্ববঙ্গ / শেরপুরে বজ্রপাতে ২ জনের মৃত্যু

শেরপুরে বজ্রপাতে ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, শেরপুর:
শেরপুরে বজ্রপাতে রহিমা বেগম (৪৫) নামে এক নারী ও নাজিউর রহমান নবিন (১৭) নামে এক তরুনের মৃত্যু হয়েছে। রহিমা বেগম শেরপুর সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের তারাগড় গ্রামের কৃষক আতশ আলীর স্ত্রী ও নাজিউর রহমান নবিন ভাতশালা ইউনিয়নের ছনকান্দা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। ঘটনাটি ঘটে ১৩ জুলাই সোমবার বিকেলে।

স্থানীয়রা জানায়, বিকেল ৩ টায় রহিমা বেগম বাড়ীতে সংসারের কাজ করছিলেন। এসময় আকস্মিক বজ্রপাত ঘটলে সে গুরুতরভাবে আহত হয় পরে জেলা সদর হসপিটালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

একই সময়ে ঘটে যাওয়া বজ্রপাতে ঘটনা স্থলেই নিহত হয় নাজিউর রহমান নবিন। ওই বজ্রপাতে আকলিমা বেগম (৬৫) নামে এক নারী আহত হয়েছেন। আকলিমা বেগম তারাগড় গ্রামের সাফায়েত উল্লার স্ত্রী। তাকে জেলা সদর হসপিটালে ভর্তি করা হয়েছে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মনিরুল আলম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …