নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / বঙ্গবন্ধুর পছন্দের হৈমন্তী ফুলের চারা রোপণ করলেন নান্টু

বঙ্গবন্ধুর পছন্দের হৈমন্তী ফুলের চারা রোপণ করলেন নান্টু

নিজস্ব প্রতিবেদক:
বঙ্গবন্ধুর পছন্দের হৈমন্তী ফুলের চারা রোপণ করলেন জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম আহ্বায়ক, সাকাম সাংস্কৃতিক প্রতিষ্ঠান সাধারণ সম্পাদক, প্রয়াত মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা রমজান আলী প্রামাণিকের বড় ছেলে রফিকুল ইসলাম নান্টু।

সোমবার বিকেলে বড়হরিশপুর এলাকায় রোড ডিভাইডারে ১৫টি দুঃস্প্রাপ্য হৈমন্তী ফুলের চারা রোপন করেন তিনি। এই রাস্তা দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ নেতা রমজান আলী প্রামাণিকের বাড়িতে এসেছিলেন। রফিকুল ইসলাম নান্টু জানান, এই হৈমন্তী গাছ বড় হয়ে ফুলের সুবাস ছড়িয়ে বঙ্গবন্ধুর কথা মনে করাবে বলে আমি বিশ্বাস করি। আবার দুষ্প্রাপ্য গাছ বলেও এটি সংরক্ষিত হবে।

আরও দেখুন

নাটোরের নলডাঙ্গায় ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ

নিজস্ব প্রতিবেদক: নাটোরের নলডাঙ্গায় ৫০ শতাংশ ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। …