শুক্রবার , নভেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়া / বাগাতিপাড়ায় মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে স্বামী-স্ত্রী আহত

বাগাতিপাড়ায় মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে স্বামী-স্ত্রী আহত

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়ায় বিলে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে এক দম্পতি আহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার বাঁশবাড়িয়ার মুনশিপাড়া বিলে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, স্বামী সাদেক হোসেন (৩৯) ওই গ্রামের মৃত জলিল উদ্দিনের ছেলে এবং স্ত্রী আরজিনা বেগম (৩৫)।

আহতরা জানান, উপজেলার জামনগর ইউনিয়নের বাঁশবাড়িয়া মুনশিপাড়া বিলে বর্ষার পানি জমায় দেশীয় প্রজাতির ছোট মাছ ধরতে খলসুন পেতে রাখেন সাদেক হোসেন। তার খলসুনের পাশেই একই গ্রামের আজাহারের ছেলে বিল্টুও খলসুন পেতে রাখেন। এ ঘটনাকে কেন্দ্র করে সোমবার দুপুর ১২ টার দিকে বিল্টুর সাথে সাদেক হোসেনের কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে সাদেক হোসেনকে মারধোর শুরু করলে স্বামীকে রক্ষা করতে এগিয়ে গেলে প্রতিপক্ষের আঘাতে মাথা ফেটে গুরুত্বর আহত হন আরজিনা বেগম।

পরে আহত স্বামী-স্ত্রীকে উদ্ধার করে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এঘটনায় রিপোর্ট লেখা পর্যন্ত থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে। অভিযুক্ত বিল্টু’র সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এ ব্যাপারে বাগাতিপাড়া থানার ওসি নাজমুল হক বলেন, ঘটনা শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও দেখুন

নাটোরের সকল এমপিদের গ্রেপ্তারের দাবি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের

নিজস্ব প্রতিবেদক,,,,,,,, সাম্য ও মানবিক দেশ বিনির্মাণে দিকনির্দেশনামূলক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক …