এডিস মশা দমনে মাননীয় প্রধানমন্ত্রী সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন, সেই সাথে এটিকে নিয়ন্ত্রণে আনতে নিরলসভাবে কাজ করছে প্রশাসন। মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে মশক নিধন কর্মসূচি শুরু হয়েছে। বুধবার (৩১ জুলাই) বেলা ১১টায় জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এ কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় মশক নিধন ও পরিচ্ছন্নতাবিষয়ক একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। স্কুল-কলেজ, অফিস-আদালত ও শহরের গুরুত্বপূর্ণ জায়গায় মশক নিধন স্প্রে দেওয়া হয়। এই মশক নিধন কার্যক্রম শেষ হবে রবিবার (৪ আগস্ট)। পরে জেলা প্রশাসক কার্যালয়ে মশক নিধনের ওপর গণসচেতনতামূলক সভা হয়।