সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরের তেবারিয়া হাটে ভ্রাম্যমান আদালতের অভিযান

নাটোরের তেবারিয়া হাটে ভ্রাম্যমান আদালতের অভিযান

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের তেবারিয়া হাটে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। রবিবার দুপুর বারোটার দিকে শহরের তেবারিয়া হাটে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু হাসান।

অভিযানকালে মৎস্য খাদ্য পশু খাদ্য ২০১০ এই আইনে লাইসেন্স না থাকায় একটি দোকানকে ১ হাজার টাকা জরিমানা করেন তিনি। এবং যেসকল ব্যাক্তি মাস্ক ছারা বাহিরে বের হয়েছে, তাদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।

এছাড়াও মৎস্য রক্ষা ও সংরক্ষিত আইন ১৯৫০ এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এই সময়ে আমদানি নিষিদ্ধ আনুমানিক দুই হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে জব্দকৃত জাল প্রকাশ্যে পুড়িয়ে দেওয়া হয়। অভিযানকালে আরো উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুজিত কুমার মুনশি।

আরও দেখুন

লালপুরের গণেশ চন্দ্র দাস আর নেই

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,,,,,উত্তরবঙ্গের খ্যাতিমান ফুটবল খেলোয়াড় নাটোরের লালপুর সদরের বাসিন্দাশ্রী গণেশ চন্দ্র দাস (৮০)বার্ধক্যজনিত কারণে …