সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রামে হঠাৎ ঝড়ে ঘরবাড়ি বিধবস্ত

নন্দীগ্রামে হঠাৎ ঝড়ে ঘরবাড়ি বিধবস্ত

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
বগুড়ার নন্দীগ্রামে হঠাৎ দুই মিনিটের ঝড়ে ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এছাড়া বিদ্যুতের তারের উপর গাছ পড়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়। জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় হঠাৎ করে আকাশে ঘন মেঘ দেখা দেয়ার পরেই প্রচন্ড ঝড়ের আঘাতে উপজেলার ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়নের গুলিয়া গ্রামে ঘরবাড়ি বিধবস্ত হয়ে যায়।

এতে গুলিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য মুকুল হোসেনসহ ১৮-২০টি ঘরবাড়ির টিন ঝড়ে উড়ে গেছে। এছাড়া ঝড়ে বিদ্যুতের তারের উপর গাছ পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মোজাহারুল ইসলাম বলেছে, ঝড়ে বিদ্যুতের তারের উপর গাছপালা পড়ে ক্ষতি হয়েছে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ করা হয়েছে। ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বলেন, হঠাৎ ঝড়ে তার ইউনিয়নের ১টি গ্রামে ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্ষতিগ্রস্থ ঘরবাড়ি পরিদর্শন করে সহযোগিতা করা হবে।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …