নিজস্ব প্রতিবেদক:
করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি অনুসরণ করে কোরবানির পশুর বাজারজাতকরণে চার জেলার জেলা ও উপজেলা পর্যায়ের প্রাণিসম্পদ কর্মকর্তাদের মতবিনিময় সভা নাটোরে অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার রাণীভবানী রাজবাড়ি চত্বরে সকাল সাড়ে নয়টায় সভার উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন।
সভায় নাটোর, বগুড়া, পাবনা ও সিরাজগঞ্জ জেলায় আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষ্যে প্রস্তুত মোট ১১ লাখ ৭৭ হাজার গবাদি পশুর বাজারজাতকরণ সুযোগ ও সম্ভাবনা বিষয়ে বক্তারা বলেন, করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে স্থানীয় হাটে পশু কেনাবেচা করতে হবে। বাজারজাতকরণের বিকল্প প্লাটফর্ম হিসেবে অনলাইন বিক্রয় কার্যক্রম পরিচালনার ব্যবস্থা গ্রহনে কর্মকর্তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করবেন। গবাদিপশুর পরিবহনে দেশে প্রথমবারের মত প্রচলিত রেল যোগাযোগ সুবিধা গ্রহনে খামারীদের উদ্বুদ্ধকরণসহ তাদের স্বার্থ সংরক্ষণে কাজ করবেন কর্মকর্তারা।
সভায় কোরবানির পশুর চামড়ার গুনগতমান অক্ষুন্ন রাখতে কসাই প্রশিক্ষণের অগ্রগতি এবং লাম্পি স্ক্রিন ডিজিজ প্রতিরোধে করণীয় বিষয়ে কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়।
নাটোর জেলা প্রাণিসম্পদ দপ্তর আয়োজিত দিনব্যাপী মতবিনিময় সভায় সভা প্রধানের দায়িত্ব পালন করেন প্রাণিসম্পদ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (কৃত্রিম প্রজনন) ডাঃ ইসমাইল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (সম্প্রসারণ) এ কে এম আরিফুল ইসলাম, নাটোরের জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাঃ শরীফুন্নেছা, প্রাণিসম্পদ জোরদারকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক এমদাদুল হক, নাটোর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফা প্রমুখ।
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে কোরবানির পশুর বাজারজাতকরণে চার জেলার প্রাণিসম্পদ কর্মকর্তাদের মতবিনিময়
আরও দেখুন
বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …