শুক্রবার , এপ্রিল ১৮ ২০২৫
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / কবি শাহিনা রঞ্জু’র কবিতা ‘যদি তুমি একবার খুশি হও’

কবি শাহিনা রঞ্জু’র কবিতা ‘যদি তুমি একবার খুশি হও’

কবি: শাহিনা রঞ্জু

কবিতা: যদি তুমি একবার খুশি হও

ভালবাসি বলে তোমার চারপাশে
ঘুরে বেড়াই, ঘিরে থাকি
আমার ফকিরের শব্দগুলো
বড় মিঠা লাগে, বড় মায়া লাগে।
আমার পাঁজর এঁফোড় ওঁফোড় করে
কে তুমি চলে গেলে?
আমি ভ্যানে করে সারা শহরে
সারাদিন ঘুরে বেড়াই
হায়রে ভালবাসার সাধ!
মেটে নাই, মিটবেনা কোনদিন
হাতের কাছে ভরা কলস তৃষ্ণা মেটেনা।
আজব জটিল সংসারে
সহজ সরল জীবন!
কানার হাটে কাঞ্চন খুঁজি।
প্রেম নেবেগো প্রেম?
মন নেবেগো মন?
মাগো কাজ নেই অনেকদিন
স্বামী ক্যান্সারে রোগী
ঔষধ কেনার পয়সা নেই
দুটো ভিক্ষা দেবেন?
নিউমার্কেটের সিগন্যাল ছেড়ে দিলে
দৌড়ে আসা মেয়েটিকে দেখতে দেখতে
চোখ ঝাঁপসা হয়ে আসে।
আমি মনে মনে ফুল খুঁজি
শুধু তোমার জন্য
যদি তুমি একবার খুশি হও
যদি তুমি একবার বলে দাও
তুমিও ভালবাসো আমায়।

আরও দেখুন

আজ চৈত্র সংক্রান্তি, চৈত্র মাসের শেষদিন। ‘সংক্রান্তি’ বলতে বোঝায় মাসের শেষ দিনে সূর্যের এক রাশি থেকে অন্য রাশিতে উত্তরণ

চৈত্র সংক্রান্তি -শেখর কুমার সান্যাল,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, আজ চৈত্র সংক্রান্তি, চৈত্র মাসের শেষদিন। ‘সংক্রান্তি’ বলতে বোঝায় মাসের …