রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে সাত বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

গুরুদাসপুরে সাত বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
গুরুদাসপুরে সাত বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে জিহাদ হোসেন নামে এক যুবকের বিরুদ্ধে। গত ২৩ জুন ঘটনাটি ঘটেছে উপজেলার মশিন্দা ইউনিয়নের মশিন্দা শিকারপাড়া গ্রামে। অভিযুক্ত যুবক ওই এলাকার আজিজুল প্রাং এর ছেলে। ভুক্তভুগি শিশু মশিন্দা বাহাদুরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২য় শ্রেণীতে পড়াশোনা করে। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে গুরুদাসপুর থানায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।

শিশুর বাবা জানান, গত ২৩ জুন পিঠা খাওয়ার উৎসবে আমিসহ আমার পরিবারের সকলেই মশিন্দা শিকারপাড়া আমার পিতা আফজাল হোসেনের বাড়িতে অবস্থান করতে থাকি। পরের দিন অর্থাৎ ২৪ জুন আনুমানিক সন্ধা ৭টায় প্রতিবেশী বিবাদী জিহাদ হোসেন আমার পিতার বাড়িতে গিয়ে কদম ফুল পেরে দেয়ার কথা বলে আমার শিশু কন্যা ও আমার ভাগ্নিকে ডেকে নিয়ে যায়। এ সময় তাদের সাথে লুকোচুরি খেলার কথা বলে পাশের ধানের মিল চাতালে নিয়ে যায়। পরে আমার ভাগ্নিকে লুকোচুরি খেলার কথা বলে লুকাতে বলে। তারপর আমার শিশু কন্যাকে পাশের ঝোপ ঝারে নিয়ে গিয়ে ধর্ষণ চেষ্টা করতে থাকলে আমার কন্যার চিৎকারে প্রতিবেশীরা গিয়ে তাকে উদ্ধার করে। এবং ঘটনাস্থল থেকেই অভিযুক্ত ব্যক্তিসহ তার পরিবারের অন্যান্য সদস্যরা পালিয়ে যায়। আমি ওই অপরাধীর উপযুক্ত শাস্তি দাবি করছি।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোজাহারুল ইসলাম জানান, এজাহার পেয়েছি। তদন্ত করে প্রয়োজনী পদক্ষেপ গ্রহণ করা হবে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …