নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়ায় সবুজ পরিবেশ আন্দোলনের বৃক্ষরোপন

বাগাতিপাড়ায় সবুজ পরিবেশ আন্দোলনের বৃক্ষরোপন

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়ায় মুজিব শতবর্ষ উপলক্ষে বৃক্ষরোপন কর্মসুচি পালন করেছে সবুজ পরিবেশ আন্দোলন। বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাক দেলোয়ার হোসেন এর পৃষ্ঠপোষকতায় ও নাটোর জেলা শাখার উদ্যোগে এই বৃক্ষরোপণ কর্মসুচি পালন করা হয়। মঙ্গলবার বিকেলে উপজেলার বাগাতিপাড়া সরকারি ডিগ্রী কলেজ, ইউএনও পার্ক চত্বর সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানো হয়।

সবুজ পরিবেশ আন্দোলন নাটোর জেলা শাখার সভাপতি জাকারিয়া বুলবুল এর
নেতৃত্বে এই বৃক্ষরোপন কর্মসুচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মোল্লা, যুগ্মসাধারণ সম্পাদক মোহাম্মদ ইশতিয়াক আহমেদ রাসেল, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান রকি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রনি আহাম্মেদ, উপ ত্রাণবিষয়ক সম্পাদক রিভেল আহমেদ জয়, গণশিক্ষা বিষয়ক সম্পাদক তানজিল মাহমুদ তুষার প্রমুখ।

আরও দেখুন

নাটোরের বাগাতিপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নাটোরের বাগাতিপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওসমান আলী (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পেশায় …