শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / রাজশাহী / রাজশাহীতে যোগদান করলেন নতুন জেলা প্রশাসক

রাজশাহীতে যোগদান করলেন নতুন জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
রাজশাহীর নতুন জেলা প্রশাসক (ডিসি) আবদুল জলিল তার কার্যালয়ে যোগ দিয়েছেন। রোববার তিনি প্রথম অফিস করেছেন। সকালে বিদায়ী জেলা প্রশাসক হামিদুল হক তাকে দায়িত্ব বুঝিয়ে দেন।

দায়িত্ব বুঝে নেয়ার পর নবাগত জেলা প্রশাসক আবদুল জলিল বিভাগীয় কমিশনার হুমায়ুন কবীর খোন্দকারের কার্যালয়ে গিয়ে তার সঙ্গে সাক্ষাত করেন। বিকালে তিনি নগর ভবনে সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।

সাক্ষাৎকালে প্রথমে মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান নতুন জেলা প্রশাসক আব্দুল জলিল। এরপর মেয়র তাকে স্বাগত জানিয়ে ফুলেল শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বিনিময়ের পর রাজশাহীর করোনা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন তাঁরা।

মতবিনিময়কালে নতুন জেলা প্রশাসক রাজশাহীর পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্য্যের ভূয়সী প্রশংসা করেন।

এ সময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সচিব আবু হায়াত মো. রহমতুল্লাহ, প্রধান রাজস্ব কর্মকর্তা শাহানা আকতার জাহান, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী খন্দকার খায়রুল বাশার, নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল প্রমুখ।

আরও দেখুন

রাসিকের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনারলক্ষ্যে স্থানীয় সরকার কর্তৃক গঠিত কমিটির ২য় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,পরিচ্ছন্ন সবুজ নগরী রাজশাহী। এ নগরীর পরিচ্ছন্ন পরিবেশের সুনাম সর্বত্র। সারাদেশে এ নগরী  ব্র্যান্ডিং …