সোমবার , এপ্রিল ২১ ২০২৫
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / কবি আরিফা জেসমিন কনিকা’র কবিতা ‘পরম প্রেম’

কবি আরিফা জেসমিন কনিকা’র কবিতা ‘পরম প্রেম’

কবি: আরিফা জেসমিন কনিকা

কবিতা: পরম প্রেম

জীবন যদি মিশে জীবনের সাথে
পরম প্রেমে, ভালোবাসায়, বিশ্বাসে,
বুকে টানো যদি জড়ায়ে আদরে
পলকেই শূন্য প্রেম পৌঁছে চূড়াতে।

শূন্যতা পূর্ণতায় মোড়া প্রেমের খেলা
মৃত্যুর দুয়ারে ফিরেও বাঁচতে শেখা।
কখনও ভাসায় সে মেঘের আড়ালে,
কখনও ডোবায় গভীর সাগর জলে।
প্রেমপূর্ণ চাহনি তার মিষ্টি কথা
ভোলায় সকল শোক হৃদয়ের ব্যথা।

প্রেমহীন জীবন যেন প্রানহীন দেহ
এমন জীবন যেন পায়না কেহ।
একজীবনের চাওয়া পাওয়া
কেবলই ভালোবাসা,
জীবন এত ছোট কেন হায়
মিটে না যে আশা!

আরও দেখুন

আজ চৈত্র সংক্রান্তি, চৈত্র মাসের শেষদিন। ‘সংক্রান্তি’ বলতে বোঝায় মাসের শেষ দিনে সূর্যের এক রাশি থেকে অন্য রাশিতে উত্তরণ

চৈত্র সংক্রান্তি -শেখর কুমার সান্যাল,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, আজ চৈত্র সংক্রান্তি, চৈত্র মাসের শেষদিন। ‘সংক্রান্তি’ বলতে বোঝায় মাসের …