শুক্রবার , সেপ্টেম্বর ২০ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদান বিতরণ

নাটোরে নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদান বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
নাটোর সদরে ২৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৮৩ জন নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের অনুকূলে প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত মোট ১৬লাখ ৯০ হাজার টাকার অনুদান বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। শনিবার নাটোর সদর উপজেলা মিলনায়তনে অনুদান বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকার শিক্ষার প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরমধ্যে প্রযুক্তি নির্ভর শিক্ষার বিস্তার, উপবৃত্তির পরিধি বৃদ্ধি, বছরের শুরুতে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া, অবকাঠামোর উন্নয়ন ইত্যাদি অন্যতম। করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের ব্যাহত প্রতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের ক্ষতি পূরণে সরকারের উদ্যোগে চলছে অনলাইন শিক্ষা কার্যক্রম এবং স্থানীয় প্রশাসনিক উদ্যোগেও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্যে চলছে অনলাইন শিক্ষা কার্যক্রম। সুবিধা বঞ্চিত নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের মানবেতর জীবন যাপনের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর দূরদৃষ্টির বিবেচনা বোধ থেকে করোনাকালীন সময়ের জন্যে তাদেরকে আর্থিক অনুদান প্রদান করেছেন। অনুদান প্রদানের এই ধারাবাহিক কার্যক্রমের মধ্য দিয়ে সরকার এমপিওভ‚ক্তির অপেক্ষায় থাকা প্রতিষ্ঠানগুলোকে এমপিও প্রদান করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জজ কোর্টের পিপি এডভোকেট সিরাজুল ইসলাম, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু, দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, উপদপ্তর সম্পাদক প্রভাষক আকরামুল ইসলাম প্রমুখ। পরে ২৬টি শিক্ষা প্রতিষ্ঠানের অনুকূলে প্রতি শিক্ষককে ৫হাজার এবং প্রতি কর্মচারীকে ২৫০০টাকা করে মোট ১৬লাখ ৯০হাজার অনুদান বিতরণ করেন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির নেতা আশরাফুল হক নিজ দলের চাঁদাবাজির টাকা ফেরত দিলেন দুইটি পরিবারকে

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের সুন্দরপুর এলাকায় ৫ তারিখের পর থেকে বেশ কয়েকটি অসহায় পরিবারের কাছ থেকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *