শুক্রবার , অক্টোবর ১৮ ২০২৪
নীড় পাতা / কৃষি / সিংড়ায় ৫ দিনব্যাপী ফলদ ও বৃক্ষমেলা উদ্বোধন

সিংড়ায় ৫ দিনব্যাপী ফলদ ও বৃক্ষমেলা উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, সিংড়া
নাটোরের সিংড়ায় পরিকল্পিত ফল চাষ, যোগাবে পুষ্টি সম্মত খাবার এ শ্লোগান সামনে রেখে ৫ দিনব্যাপী ফলদ ও বৃক্ষ মেলা উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। বৃহস্পতিবার সিংড়া কোর্টমাঠে এ মেলার উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন।

আরো বক্তব্য রাখেন, সিংড়া পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ জান্নাতুল ফেরদৌস, কৃষি স¤প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সুব্রত কুমার সরকার, উপজেলা কৃষি স¤প্রসারণ অফিসার শারমিন সুলতানা, কৃষিবিদ মাহমুদুল হাসান প্রম‚খ।

সভা পরিচালনা করেন, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার প্রফুল্ল কুমার সরকার। মেলায় ২৮ টি স্টল স্থান পায়। পরে প্রতিমন্ত্রী ১৩ টি প্রতিষ্ঠানে আমের চারা এবং মেলায় আগতদের মাঝে ৫ হাজার ফলদ,বনজ ও ঔষধি গাছের চারা বিতরন করেন।

আরও দেখুন

বিদ্যুৎ শাটডাউনের চেষ্টা বিফল!

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,, নাটোরের বড়াইগ্রামের বনপাড়াতে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সদর দপ্তর অবস্থিত। বৃহস্পতিবার …