রবিবার , সেপ্টেম্বর ২৯ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নন্দীগ্রামে করোনায় আক্রান্ত হয়ে এক শিক্ষকের মৃত্যু

নন্দীগ্রামে করোনায় আক্রান্ত হয়ে এক শিক্ষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
বগুড়ার নন্দীগ্রামে করোনায় আক্রান্ত হয়ে উপজেলার বুড়ইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রব্বানী (৬০) এর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ভাটরা ইউনিয়নের ভাটরা গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।

২ জুলাই দিবাগত রাত আড়াই টায় বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার পরিবার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানা গেছে, কিছু দিন ধরে জ্বরসহ করোনা উপসর্গ নিয়ে ভুগছিলেন তিনি। এ বিষয়টি জানার পর ২৩ জুন তাকে বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে তার নমুনা পরীক্ষা করা হয়। ফলাফলে তারা দেহে করোনা শনাক্ত হয়। তারপর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার জানান, ইসলামিক ফাউন্ডেশনের একটি প্রশিক্ষিত টিমের সহযোগিতার স্বাস্থ্যবিধি মেনে বাদ জুম্মা তার মরদেহ দাফন করেছে।

আরও দেখুন

নাটোরে সিংড়ায় সংখ্যালঘুদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: নাটোরে সিংড়ায় সংখ্যালঘু নারীকে ধর্ষণ, নির্যাতন চাঁদাবাজি বন্ধের প্রতিবাদে ও ধর্ষককে গ্রেফতারের দাবিতে …