সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়ায় বৃক্ষ রোপন অভিযানের উদ্বোধন

বাগাতিপাড়ায় বৃক্ষ রোপন অভিযানের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
“মুজিব বর্ষের আহ্বান, লাগাই গাছ, বাড়াই বন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বাগাতিপাড়ায় সুুফল প্রকল্পের আওতায় প্রান্তিক ভূমি/ প্রতিষ্ঠানে চারা বিতরণ ও বৃক্ষ রোপন অভিযান-২০২০ এর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে উপজেলার জিমনেসিয়াম হল রুমে বৃক্ষ রোপন অভিযানের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নাটোর-১ আসনের সাংসদ শহিদুল ইসলাম বকুল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দেবী পাল।

এসময় বিশেষ অতিথি ছিলেন বাগাতিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইউনুস আলী, কৃষি অফিসার মোমরেজ আলী, উপজেলা বন কর্মকর্তা জাহিদুল ইসলাম।

আলোচনা শেষে প্রধান অতিথির হাতে গাছের চারা তুলেদেন ইউএনও প্রিয়াংকা দেবী পাল। এছাড়া উপজেলা চত্ত্বরে গাছের চারা রোপন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নাটোর-১ আসনের সাংসদ শহিদুল ইসলাম বকুল।

আরও দেখুন

হিলিতে দাম কমেছে আলু পেঁয়াজের ।

নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,,,,,,,,,আমদানি বন্ধ থাকলেও দিনাজপুরের হিলি স্থলবন্দরে সপ্তাহ ব্যাবধানেআলুর দাম কেজিতে কমেছে ১৫ টাকা। …