সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / গরু নিয়ে মাঠে মা, বাড়ির পুকুরে ডুবে মরলো ছেলে

গরু নিয়ে মাঠে মা, বাড়ির পুকুরে ডুবে মরলো ছেলে

নিজস্ব প্রতিবেদক, হিলি:
বাড়ির পাশে খেলা করার সময় নিজ পুকুরের পানিতে ডুবে জিহাদ হোসেন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা ১২টার দিকে উপজেলার কাটলা ইউনিয়নের দক্ষিণ দামোদপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশু জিহাদ হোসেন ওই এলাকার নুর ইসলাম (হিরু) এর ছেলে। নুর ইসলাম (হিরু) তিন সন্তানের মধ্যে জিহাদ সবার ছোট। স্থানীয় কাটলা ইউনিয়নের চেয়ারম্যান নাজির হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

শিশুটির মা জোসমিন আক্তার জানান, সকালে স্বামী নূর ইসলাম (হিরু) কৃষিকাজের জন্য বাড়ি থেকে বাইরে চলে যান। পরে সে নিজেও গরুকে ঘাস খাওয়ানোর জন্য মাঠে নিয়ে যান। সেই সময় শিশু জিহাদ বাড়িতে খেলা করছিল।
তিনি আরো জানান, মাঠ থেকে ফিরে এসে জিহাদকে বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশে পুকুর তাকে ভাসমান অবস্থায় দেখতে পান।

স্থানীয়রা জিহাদকে পানি থেকে উদ্ধার করার আগেই তার মৃত্যু হয়।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …