রবিবার , অক্টোবর ৬ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / হিলিতে ফেনসিডিল ও ভারতীয় পণ্যসহ আটক-১

হিলিতে ফেনসিডিল ও ভারতীয় পণ্যসহ আটক-১

নিজস্ব প্রতিবেদক, হিলি:
দিনাজপুরের হিলিতে ভারতীয় ফেনসিডিল, ইয়াবা, শাড়ী ও কসমেটিকস পন্যসহ জাহাঙ্গীর আলম (৩৬) নামের এক মাদক চোরাকারবারিকে আটক করছে পুলিশ।

আজ সোমবার ভোর রাতে উপজেলার নন্দিপুর এলাকা থেকে ওই মাদক চোরাকারবারিকে আটক করা হয়।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক আকন্দ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একদল চোরাকারবারি ভারতীয় মাদক মজুত করছে নন্দিপুর গ্রামে। এমন সংবাদ পেয়ে নন্দিপুর গ্রামের মৃত কাফি মন্ডলের ছেলে জাহাঙ্গীর আলমেমর বাড়িতে অভিযান চালিয়ে ভারতীয় ৫০ বোতল ফেনসিডিল, ২০৪ পিস ইয়াবা, ৫৫ পিস শাড়ী ও কসমেটিকস পণ্য উদ্ধার করা হয়। মাদকের সাথে জড়িত থাকার অভিযোগে জাহাঙ্গীর আলমকে আটক করা হয়েছে।

আটককৃতের বিরুদ্ধে আজ সোমবার মাদক ও চোরাচালান আইনে নিয়মিত মামলা পূর্বক দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়।

আরও দেখুন

নানা কর্মসূচীর মধ্যদিয়ে বড়াইগ্রামে বিশ্ব শিক্ষক দিবস পালিত 

  নিজস্ব প্রতিবেদক: শিক্ষকের কন্ঠস্বর, শিক্ষায় একটি নতুন সামাজিক অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রামে …